বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামিসহ ১১ জন গ্রে/ফ/তা র
- আপডেট সময় ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বড়লেখা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে গোপালপুর গ্রামের কাউছার আহমদ (জিআর-৮৮/১৯) দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত।
এর পাশাপাশি বিভিন্ন মামলার পরোয়ানায় গ্রেফতার সৎপুর গ্রামের রুবেল আহমদ (সিআর-৩৩৪/২৪), সমনবাগ চা বাগানের সুশীল ভুমিজ (জিআর-৫৮/২১), কাশেমনগরের মোছাঃ জানু বেগম (সিআর-৩৬৫/২৫), কেছরীগুলের হাওয়ারুন নেছা (জিআর-১৮/২০২৫), বাঘাটিলার পিয়ারা বেগম (ননজিআর-৮২/২৪) ও জাহানারা বেগম (সিআর-৫৫১/২৪)।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রুমন আহমদ, রুবেল আহমদ ও কামিল আহমদ এবং পুলিশ আইন ৩৪ ধারায় উত্তর মুছেগুল গ্রামের ফখর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবাইকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।















