বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় ০৩:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ২৪৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর সিলেট বিভাগীয় সম্মেলন-২০২৩ মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
৫ মে শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ও সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আনিসুজ্জামান নাহিদ, এবং প্রধান সমন্বয়ক এসানুল হক জয় ও বিভিন্ন বিভাগের বিভাগীয় সমন্বয়কগণ।
২০২০ সালের ২৭শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি ১৮ হাজার এর অধিক ব্যাগ রক্তের যোগান দিয়েছে এবং সারাদেশে ৮০ টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেছে।
সংগঠনটির সারাদেশে ৪৯ টি জেলা কমিটি ও ৫ টি ক্যাস্পাস কমিটি রয়েছে এবং সারাদেশে ১৮০০+ স্বেচ্ছাসেবী রয়েছে। সারাদেশের স্বেচ্ছাসেবীদেরকে আরও দক্ষ ও সক্রিয় করার লক্ষ্যে সংগঠনটি ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে বিভাগীয় সম্মেলন আয়োজন করেছে।
শতাধিক সেচ্ছাসেবী নিয়ে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির সিলেট বিভাগীয় সম্মেলন ২০২৩ প্রোগ্রাম শেষে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।