ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্ত মানুষের মাঝে আরডিআরএস এর ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ২০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪টি উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আরডিআরএস বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দিনব্যাপী জেলার সদর, রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন ইউনিয়নের ৭ শত ২৫ টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবন, সাবান, শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ এর ব্যবহারবিধি বার্তা সম্বলিত উপকরণ বিতরন করা হয়।
সকালে জেলার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে আরডিআরএসের এ ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

 

তিনি বলেন, বানভাসি এ এলাকার মানুষের বিপদে সাড়া দিয়ে মানবিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে আরডিআরএস বাংলাদেশ তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি এ রকম সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, আরডিআরএসের হেড অব এডমিনিস্ট্রেশন এন্ড জেনারেল সার্ভিসেস মোঃ নজরুল গণী, কোর্ডিনেটর- ইমার্জেন্সি এন্ড হিউমমেনিটেরিয়ান রেসপন্স তপন কুমার সাহা, মাইক্রোফাইন্যান্স ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল হক, রিজিওনাল ম্যানেজার মোঃ মাহবুর রহমান তালুকদার, সিসিমপুর প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ জিল্লুর রহমান, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার কামাল মাহমুদ, এরিয়া ম্যানেজার মোঃ সাহেব আলী, চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আহমদ আলী প্রমুখ।

পরে কমলগঞ্জ উপজেলায় আরডিআরএস এর পক্ষে সংস্থার মাইক্রোফাইন্যান্স কার্যালয়ে বন্যার্ত মানুষের মাঝে আরেকটি ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার জয়নাল আবেদীন। বিকালে কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নে আরডিআরএস এর ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী সোহাগ। দিনব্যাপী চলমান এ কার্যক্রমের আওতায় রাজনগরের টেংরা ও কামারচাক ইউনিয়নের বিভিন্ন স্থানেও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়া ৩০ আগষ্ট (শুক্রবার) জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, পতনউষার ইউনিয়ন এবং কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নস্থ তারাপাশা চা বাগানেও বন্যার্ত মানুষের সেবায় আরডিআরএস বাংলাদেশ এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে।
বন্যার্ত মানুষের সেবায় মৌলভীবাজারে আকষ্মিক বন্যায় প্লাবিত এসকল উপজেলায় অন্ততঃ ৯ শত পরিবারকে সহায়তার লক্ষ্যে জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এ মানবিক উদ্যোগ গ্রহন করে। বন্যায় ক্ষতিগ্রস্থ ও খাদ্যাভাবে বিপদাপন্ন হতদরিদ্র, মানুষের মুখে একটু হাসি ফুটাতে সংস্থার নিজস্ব তহবিল থেকে জরুরি সেবামুলক তাৎক্ষনিক এ পদক্ষেপ গ্রহন করা হয়। বিধ্বংসী বন্যায় বাস্তু‘হীন, আশ্রয়কেন্দ্রে থাকা, বয়স্ক, অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী, স্তন্যদানকারী মা, প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্রদের এক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে আরডিআরএস বাংলাদেশ। বিতরণকৃত প্রতিটি অন্ততঃ ১০ কেজি ওজনের এ সকল ত্রাণের প্যাকেটসমুহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন- চাল, ডাল, তেল, চিনি, লবন, সাবান, শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ জরুরী সামগ্রী প্রদান করা হয়। আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ অন্যান্য স্থানেও জরুরী ত্রাণ সেবা কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বন্যার্ত মানুষের মাঝে আরডিআরএস এর ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪টি উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আরডিআরএস বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দিনব্যাপী জেলার সদর, রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন ইউনিয়নের ৭ শত ২৫ টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবন, সাবান, শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ এর ব্যবহারবিধি বার্তা সম্বলিত উপকরণ বিতরন করা হয়।
সকালে জেলার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদে আরডিআরএসের এ ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

 

তিনি বলেন, বানভাসি এ এলাকার মানুষের বিপদে সাড়া দিয়ে মানবিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে আরডিআরএস বাংলাদেশ তা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি এ রকম সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, আরডিআরএসের হেড অব এডমিনিস্ট্রেশন এন্ড জেনারেল সার্ভিসেস মোঃ নজরুল গণী, কোর্ডিনেটর- ইমার্জেন্সি এন্ড হিউমমেনিটেরিয়ান রেসপন্স তপন কুমার সাহা, মাইক্রোফাইন্যান্স ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল হক, রিজিওনাল ম্যানেজার মোঃ মাহবুর রহমান তালুকদার, সিসিমপুর প্রজেক্ট কোর্ডিনেটর মোহাম্মদ জিল্লুর রহমান, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার কামাল মাহমুদ, এরিয়া ম্যানেজার মোঃ সাহেব আলী, চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আহমদ আলী প্রমুখ।

পরে কমলগঞ্জ উপজেলায় আরডিআরএস এর পক্ষে সংস্থার মাইক্রোফাইন্যান্স কার্যালয়ে বন্যার্ত মানুষের মাঝে আরেকটি ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার জয়নাল আবেদীন। বিকালে কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নে আরডিআরএস এর ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী সোহাগ। দিনব্যাপী চলমান এ কার্যক্রমের আওতায় রাজনগরের টেংরা ও কামারচাক ইউনিয়নের বিভিন্ন স্থানেও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়া ৩০ আগষ্ট (শুক্রবার) জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, পতনউষার ইউনিয়ন এবং কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নস্থ তারাপাশা চা বাগানেও বন্যার্ত মানুষের সেবায় আরডিআরএস বাংলাদেশ এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে।
বন্যার্ত মানুষের সেবায় মৌলভীবাজারে আকষ্মিক বন্যায় প্লাবিত এসকল উপজেলায় অন্ততঃ ৯ শত পরিবারকে সহায়তার লক্ষ্যে জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এ মানবিক উদ্যোগ গ্রহন করে। বন্যায় ক্ষতিগ্রস্থ ও খাদ্যাভাবে বিপদাপন্ন হতদরিদ্র, মানুষের মুখে একটু হাসি ফুটাতে সংস্থার নিজস্ব তহবিল থেকে জরুরি সেবামুলক তাৎক্ষনিক এ পদক্ষেপ গ্রহন করা হয়। বিধ্বংসী বন্যায় বাস্তু‘হীন, আশ্রয়কেন্দ্রে থাকা, বয়স্ক, অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী, স্তন্যদানকারী মা, প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্রদের এক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে আরডিআরএস বাংলাদেশ। বিতরণকৃত প্রতিটি অন্ততঃ ১০ কেজি ওজনের এ সকল ত্রাণের প্যাকেটসমুহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন- চাল, ডাল, তেল, চিনি, লবন, সাবান, শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ জরুরী সামগ্রী প্রদান করা হয়। আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ অন্যান্য স্থানেও জরুরী ত্রাণ সেবা কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।