ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে জামায়াতের বিশাল গণ মিছিল। ফ্যাসিস্টদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল আজ বিশ্ব পলায়ন দিবস, এই পলায়ন দিবসের হউক সুশাসন,গনতন্ত্র ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার সদস্য সচিব – আব্দুর রহিম রিপন বিচার, সংস্কার,নির্বাচন এক সাথে চলবে” জেলা বিএনপির আহবায়ক – ময়ূন মৌলভীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা যথাযেগ্য মর্যাদায় মৌলভীবাজারে ৩৬ জুলাই পালিত রাজনগর শ্বা/স/রো/ধে হ/ত্যা স্বাভাবিক মৃ/ত্যু ভেবে অ প মৃ ত্যু মামলা, ময়নাতদন্তে রহস্য উদঘাটন, গ্রেফতার – ১ NRB BANK PLC এর ১২ তম বর্ষপূর্তী শ্রীমঙ্গল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -২

বাংলাদেশের নৃগোষ্ঠীর ভাষার ডিজিটাইজেশন নিয়ে কমলগঞ্জে দিনব্যাপী সচেতনতামূলক সভা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • / ৫৬৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন নৃগোষ্ঠীর জীবিত ৪১টি ভাষা সংরক্ষণ ও তা ডিজিটাইজেশন করা শীর্ষক বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশ গ্রহনে দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ এপ্রিল) সকালে কমলগঞ্জস্থ বেসরকারী সংস্থা হীড বাংলাদেশ-এর প্রকল্প মিলনায়তনে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)এর পরিচালনায় পরামর্শক প্রতিষ্ঠান ড্রিম৭১ ও বাংলা ভাষা সমৃদ্ধকরণএর সহায়তায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ প্রক্রিয়া ও তার চর্চার বিষয়ে  এবং সঠিকভাবে নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তথ্য প্রদানের আমন্ত্রন জানিয়ে ড্রিম ৭১-এর গবেষক চারু হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলোচনায় ড্রিম৭১এর অনুষ্ঠান পরিচালক  মেছবাউল ইবনে মুনির,ড্রিম৭১-এর নৃগোষ্ঠীর ভাষা বিশেষজ্ঞ মৃদুল সাংগমা, মাগুরছড়া খাসিয়া পুঞ্চির হেডম্যান জিডিশন প্রধান সুচিংয়াং, মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা  প্রভাষ কুমার সিংহ, চা যুব নেতা মোহন রবিদাস ও ড্রিম৭১-এর  তথ্য সংগ্রহ কর্মকর্তা রিবেন দেওয়ান।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের পরিচয় পর্বের শেষে  ভিডিও চিত্র উপস্থাপন করে বলেন, বাংলাদেশে ৪১টি নৃগোষ্ঠীর ভাষা জীবিত রয়েছে। এদের মাঝে  প্রায় ১৪টি ভাষা বিপন্নপ্রায়। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত “গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলাভাষা সমৃদ্ধকরণ” প্রকল্পের আওতায় দেশের প্রায় সকল ভাষার বৈজ্ঞানিক ডকুমেন্টেশন,ডিজিটাল আর্কাউভ,ফ্রন্ট কি বোর্ড প্রবৃতি উন্নয়নের কাজ শুরু হয়েছে। এর মাঝে দেশের সকল নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে প্রাথমিক পর্যাযে কমলরগঞ্জে বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশ গ্রহনে এ সচেতনতামূলক সভা হচ্ছে।

সভায় মুক্ত আলোচনায় উপস্থিত নৃগোষ্ঠী খাসিয়া, মণিপুরী,সাওতাল, গারো, ভুজপুরি, দেশওয়ালী কন্দ,তেলেগু,মুন্ডা ওড়িয়া, মাদ্রাজী,উড়াংসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এক পর্যায়ে প্রতিনিধিরা আয়োজকদের দেওয়া ফরম পূরণ করে তাদের নিজ নিজ ভাষা সম্পর্কে তথ্য উপস্থাপণ করেন।

আয়োজক প্রতিনিধিরা আরও বলেন, নৃগোষ্ঠীর শুধু ভাষা সংরক্ষণ নয়, পরবর্তীতে তা চর্চার ক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে প্রয়োজনে সরেজমিন কাজ করা হবে। সচেতনতামূলক সভায় বিভিন্ন জাতি সম্প্রদায়ের চা শ্রমকি সন্তান, কলেজ বিশ্ববিদ্যালয় পড়–য়া সন্তান ও গণ মাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নৃগোষ্ঠীর ভাষার ডিজিটাইজেশন নিয়ে কমলগঞ্জে দিনব্যাপী সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৯:৪০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

মৌলভীবাজার২৪ ডেস্ক:  বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন নৃগোষ্ঠীর জীবিত ৪১টি ভাষা সংরক্ষণ ও তা ডিজিটাইজেশন করা শীর্ষক বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশ গ্রহনে দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ এপ্রিল) সকালে কমলগঞ্জস্থ বেসরকারী সংস্থা হীড বাংলাদেশ-এর প্রকল্প মিলনায়তনে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)এর পরিচালনায় পরামর্শক প্রতিষ্ঠান ড্রিম৭১ ও বাংলা ভাষা সমৃদ্ধকরণএর সহায়তায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ প্রক্রিয়া ও তার চর্চার বিষয়ে  এবং সঠিকভাবে নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তথ্য প্রদানের আমন্ত্রন জানিয়ে ড্রিম ৭১-এর গবেষক চারু হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলোচনায় ড্রিম৭১এর অনুষ্ঠান পরিচালক  মেছবাউল ইবনে মুনির,ড্রিম৭১-এর নৃগোষ্ঠীর ভাষা বিশেষজ্ঞ মৃদুল সাংগমা, মাগুরছড়া খাসিয়া পুঞ্চির হেডম্যান জিডিশন প্রধান সুচিংয়াং, মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা  প্রভাষ কুমার সিংহ, চা যুব নেতা মোহন রবিদাস ও ড্রিম৭১-এর  তথ্য সংগ্রহ কর্মকর্তা রিবেন দেওয়ান।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের পরিচয় পর্বের শেষে  ভিডিও চিত্র উপস্থাপন করে বলেন, বাংলাদেশে ৪১টি নৃগোষ্ঠীর ভাষা জীবিত রয়েছে। এদের মাঝে  প্রায় ১৪টি ভাষা বিপন্নপ্রায়। বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত “গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলাভাষা সমৃদ্ধকরণ” প্রকল্পের আওতায় দেশের প্রায় সকল ভাষার বৈজ্ঞানিক ডকুমেন্টেশন,ডিজিটাল আর্কাউভ,ফ্রন্ট কি বোর্ড প্রবৃতি উন্নয়নের কাজ শুরু হয়েছে। এর মাঝে দেশের সকল নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে প্রাথমিক পর্যাযে কমলরগঞ্জে বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশ গ্রহনে এ সচেতনতামূলক সভা হচ্ছে।

সভায় মুক্ত আলোচনায় উপস্থিত নৃগোষ্ঠী খাসিয়া, মণিপুরী,সাওতাল, গারো, ভুজপুরি, দেশওয়ালী কন্দ,তেলেগু,মুন্ডা ওড়িয়া, মাদ্রাজী,উড়াংসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এক পর্যায়ে প্রতিনিধিরা আয়োজকদের দেওয়া ফরম পূরণ করে তাদের নিজ নিজ ভাষা সম্পর্কে তথ্য উপস্থাপণ করেন।

আয়োজক প্রতিনিধিরা আরও বলেন, নৃগোষ্ঠীর শুধু ভাষা সংরক্ষণ নয়, পরবর্তীতে তা চর্চার ক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে প্রয়োজনে সরেজমিন কাজ করা হবে। সচেতনতামূলক সভায় বিভিন্ন জাতি সম্প্রদায়ের চা শ্রমকি সন্তান, কলেজ বিশ্ববিদ্যালয় পড়–য়া সন্তান ও গণ মাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।