বাংলাদেশে সব সময়ই হিন্দু মুসলমান সম্প্রীতির সাথে বসবাস করে আসছে — এম নাসের রহমান

- আপডেট সময় ০৭:২৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন,বাংলাদেশে সব সময়ই হিন্দু মুসলমান সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। সব সময় আমরা সম্প্রীতির সাথে হিন্দু মুসলমান জীবন যাপন করছেন।
কোনো সমস্যা হচ্ছে না কোথাও কিন্তু পার্শ্ববর্তী দেশের কিছু পত্র পত্রিকা ও অনলাইন টিভি চ্যানেলগুলি লাগাতার প্রপাগান্ডা করে যাচ্ছে ।
তারা প্রচার করছে—এ দেশে সনাতন ধর্মাবলম্বীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না।
শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার শহরের শ্রীশ্রী নতুন কালীবাড়ি চৌমুহনায় আয়োজিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণ জন্মোৎসব কমিটির সভাপতি অরুণ কুমার ভট্টাচার্য। জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক অ্যাড. সুনীল কুমার দাশ, নিরঞ্জন গোস্বামীসহ অন্যরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কালীবাড়ি কমিটির যুগ্ম আহ্বায়ক রজত গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক অ্যাড. রুনু কান্ত দত্ত, সদস্য সচিব শ্যামলী সূত্রধর, জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব এড গোবিন্দ মোহন পাল, যুগ্ম আহ্বায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং শ্রীকৃষ্ণ জন্মোৎসব কমিটির সাধারণ সম্পাদক রমাকান্ত ধর।
পরে শোভাযাত্রাটি কালীবাড়ি থেকে শুরু হয়ে মদনমোহনের আখড়া, পুরাতন হাসপাতাল রোড চৌমুহনা প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়িতে এসে শেষ হয়।
