বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েতের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
- আপডেট সময় ০৫:০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ২৫৬ বার পড়া হয়েছে
কুয়েত থেকে মোঃ আলাল আহমদঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েতের উদ্যোগে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে
(শুক্রবার ২৬ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় কুয়েত সিটিস্হ, রাজধানী হোটেলে, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃসিকান্দার আলী’র সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাহনেওয়াজ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোজ্জাম্মেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন পর্যায়ক্রমে প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা ) ইকবাল আকতার, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ,বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন জননেত্রীর একান্ত সচিব সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
এছাড়াও, মঞ্চে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই মামুন, মঈনুদ্দিন মইন, রোকনুজ্জামান পিদ্দূ,আলী ওয়াহিদ,যুবলীগের আহ্বায়ক, ইমাম উদ্দিন বাদল, স্বেচ্ছাসেবক লীগের, সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন,প্রমুখ ।
বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মাওলানা কাওছার আহমেদ।