বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
- আপডেট সময় ০১:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৫৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক
ঢাকার মোহাম্মদপুরের ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার কাজে নিয়োজিত শিশু গৃহশ্রমিক প্রীতি উরাং এর অস্বাভাবিক মৃত্যুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলা চৌমুহনা চত্বরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা এ মানববন্ধন করেন।
মানববব্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি সবিতা গোয়ালা, সহ সভাপতি পর্কজ কর, সাংগঠনিক সম্পাদক বিজয় হামুড়া, অর্থ সম্পাদক পরেপ কালিন্দি প্রমুখ।
নেতৃবৃন্দেরা বলেন, ডেইলি স্টারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারার মাধ্যমে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে যায় ছোট মেয়ে প্রীতি। শুরু থেকেই পরিবারের লোকজনের সাথে প্রীতির যোগাযোগ তেমন করতে দেওয়া হতো না।
বক্তরা বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং মেয়ে প্রীতি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।