ব্রেকিং নিউজ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চশমা পরা হনুমানের মৃত্যু
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / ৩৬৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
জুড়ী প্রতিনিধি: জুড়ী উপজেলার মিশ্র চির সবুজ লাঠিটিলা সংরক্ষিত বন। এই বনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবারও একটি চশমা পরা হনুমানের মৃত্যু হয়েছে।গত দুই মাসে এ নিয়ে একই এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে আরও দুইটি হনুমানের মৃত্যু হয়েছিল।
শুক্রবার ৭ এপ্রিল রাতে স্থানীয়রা লাঠিছড়ার পাশে সড়কে ছোট একটি চশমা পরা হনুমান শাবক কে হাউ মাউ করে কান্না করতে দেখেন। আর ছড়ায় একটি হনুমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এরা মায়ের দুধ পান করে বেঁচে থাকে। মায়ের দুধ পান করতে না পারলে এরকম ছোট শাবক গুলো বাঁচানো কঠিন। এরা মায়ের স্পর্শ ছাড়া বাঁচে না।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :