বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মতো মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলে মিছবাহর রহমান

- আপডেট সময় ০৩:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ৫৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি; মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব মিছবাহর রহমান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দকালে মৌলভীবাজার জেলা প্রশাসক, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর নাহিদ আহসান জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ২১(১) বিধি অনুযায়ী আলহাজ্ব মিছবাহর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
এতে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব মিছবাহর রহমান।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন কিনেছিলেন ৪জন। তাদের মধ্যে আলহাজ্ব মিছবাহর রহমান জমা দিলেও শেষ পর্যন্ত জমা দেননি কেউ। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহর রহমান।
