ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা বিনিয়োগকারীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে গণজমায়েত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল মারা গেছেন শ্রীমঙ্গলে পেঁয়াজের বাজারে অভিযান, ২ প্রতিষ্টানকে জরিমানা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা, যারা পেলেন পুরস্কার জুড়ীতে সন্ত্রাসী হামলায় প্রেসক্লাব সভাপতিসহ আহত – ৬ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বিয়ের পিঁড়িতে বসা হলো না কমলগঞ্জের আয়েশার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ অনলাইন ডেস্ক: ক্ষেতের ধান খেয়েছিল গরু। এর জের ধরে বাড়িতে প্রতিপক্ষের হামলা। মা-চাচিদের সঙ্গে হামলায় আহত হন আয়েশা আক্তার (১৮)। বিয়ের আগের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই তরুণী।

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে সদর ইউনিয়নের ছতিয়া গ্রামে আয়েশাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একই গ্রামের সিরাজ মিয়া ও সামাদ মিয়া।

স্থানীয়রা জানায়, গত শনিবার সিরাজ মিয়ার ক্ষেতের ধান খেয়েছিল মৃত আজাদ মিয়ার বাড়ির গরু। এর জেরে সোমবার বিকালে সিরাজ মিয়া (৩২), তার ভাই রিয়াজ মিয়া (৩০) চাচাতো ভাই সামাদ মিয়া (৩৫), আলমাছ মিয়া ও মা সালাতুন বেগম আজাদ মিয়ার বাড়িতে হামলা চালায়।

দেশীয় অস্ত্র নিয়ে চালানো হামলায় আয়েশা আক্তার, তার মা কনিজা বেগম (৫৫), জুবেদা বেগম ও সালেহা বেগম গুরুতরভাবে আহত হন। গ্রামবাসী আয়েশাসহ আহত নারীদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় আয়েশা আক্তারকে সোমবার রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টায় আয়েশার মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মঙ্গলবার রাতে ছিল আয়েশার গায়ে হলুদ। বুধবার বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। একই গ্রামের সালাউদ্দিন সুমন নামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে পাকাপাকি হয়েছিল আয়েশার বিয়ে। কিন্তু আয়েশার আর বিয়ের পিঁড়িতে বসা হলো না।

এদিকে এ হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানিয়েছেন, সিরাজ মিয়া ও সামাদ মিয়া নামে ২ জনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিয়ের পিঁড়িতে বসা হলো না কমলগঞ্জের আয়েশার

আপডেট সময় ০৮:১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২

মৌলভীবাজার২৪ অনলাইন ডেস্ক: ক্ষেতের ধান খেয়েছিল গরু। এর জের ধরে বাড়িতে প্রতিপক্ষের হামলা। মা-চাচিদের সঙ্গে হামলায় আহত হন আয়েশা আক্তার (১৮)। বিয়ের আগের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই তরুণী।

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে সদর ইউনিয়নের ছতিয়া গ্রামে আয়েশাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একই গ্রামের সিরাজ মিয়া ও সামাদ মিয়া।

স্থানীয়রা জানায়, গত শনিবার সিরাজ মিয়ার ক্ষেতের ধান খেয়েছিল মৃত আজাদ মিয়ার বাড়ির গরু। এর জেরে সোমবার বিকালে সিরাজ মিয়া (৩২), তার ভাই রিয়াজ মিয়া (৩০) চাচাতো ভাই সামাদ মিয়া (৩৫), আলমাছ মিয়া ও মা সালাতুন বেগম আজাদ মিয়ার বাড়িতে হামলা চালায়।

দেশীয় অস্ত্র নিয়ে চালানো হামলায় আয়েশা আক্তার, তার মা কনিজা বেগম (৫৫), জুবেদা বেগম ও সালেহা বেগম গুরুতরভাবে আহত হন। গ্রামবাসী আয়েশাসহ আহত নারীদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় আয়েশা আক্তারকে সোমবার রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৪টায় আয়েশার মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। মঙ্গলবার রাতে ছিল আয়েশার গায়ে হলুদ। বুধবার বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। একই গ্রামের সালাউদ্দিন সুমন নামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে পাকাপাকি হয়েছিল আয়েশার বিয়ে। কিন্তু আয়েশার আর বিয়ের পিঁড়িতে বসা হলো না।

এদিকে এ হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানিয়েছেন, সিরাজ মিয়া ও সামাদ মিয়া নামে ২ জনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।