বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির সংবাদ সম্মেলন
- আপডেট সময় ০৭:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ১০২২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তিঃ মৌলভীবাজার জেলার বিভিন্ন জনসাধারনের বাসা-বাড়িতে আগুন, জানমালের ক্ষতি, অগ্নি-সংযোগ, সন্ত্রাসী হামলা, লুটপাট, সংখ্যালঘুদের উপর হামলা এসবের কোনোটির সাথেই আমাদের সম্পৃক্ততা নেই ।
মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে প্রসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় আমরা সবুজ, স্বাধীন বাংলাদেশের আশা করি, এসব নৈরাজ্য কারো কাছ থেকেই কাম্য নয়। আমরা নিপিড়ক ও নিপিড়নের বিরুদ্ধে।
মৌলভীবাজার জেলার সর্বসাধারণের প্রতি অনুরোধ করছি, আপনারা নিজ নিজ এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করে গুরত্বপূর্ণ স্থাপনা, মসজিদ-মন্দির, প্যাগোডা, চার্চ এসবের সুরক্ষার দায়িত্ব গ্রহণ করুন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজস্ব কমিটি গঠন করে সংখ্যালগুদের উপর হামলা এবং সকল রকম সহিংসতা রোধে অবস্থান নিব। সবাইকে মৌলভীবাজার জেলার রাস্তাঘাট পরিষ্কার করার জন্য এবং জেলায় শান্তি ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাচ্ছি।
সমন্বয়কবৃন্দ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা ।