ব্রেকিং নিউজ
ভারতীয় মদসহ কুলাউড়ায় মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৪২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ২২৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় থানাপুলিশের অভিযানে ভারতীয় মদসহ আব্দুল মালিক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের ঘাটের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মালিক শরীফপুরের সঞ্জরপুর গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ শরীফপুর ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুরের ঘাটের বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মালিককে ৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেন।

ট্যাগস :