ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় ০৬:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ২৩৮ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি- মৌলভীবাজারের জুড়ীতে ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ জুন) ভূমি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন অফিস।
সমাপনী দিনে মুজিব বর্ষের গৃহহীন ঘর প্রাপ্তদের মধ্যে ৭ জনের ভূমির যাবতীয় কাগজ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা,ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সেলু,
পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল প্রমুখ।
উপজেলা রাজস্ব প্রশাসন অফিস সূত্রে জানা যায়, ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার ১০২ জন মানুষ ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, অর্পিত লীজ নবায়নসহ বিভিন্ন ধরনের ভূমি বিষয়ক সেবা ও পরামর্শ গ্রহণ করেছেন।পাশাপাশি বিভিন্ন খাত থেকে সরকারের এগার লক্ষ তের হাজার পঞ্চাশ টাকা রাজস্ব আদায় হয়েছে।
