ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাবেক এমপি কে নিয়ে কটুক্তি,বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেশবাসী দ্রুত বিচার করে হাসিনার মৃত্যু দন্ড দেখতে চায় – এম নাসের রহমান সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ আটক -৩ সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রে ফ তার প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না মৌলভীবাজার পুলিশের সতর্কীকরণ উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উপদেষ্টা মনোনীত কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গ্রে-ফ-তা-র বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে এডুকেশন এক্সপো ২০২৫ সিলেটের শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গলের আমিনুল ইসলাম মনু নদীর বাঁধে কাজ করতে দিচ্ছে না বিএসএফ

মনিপুরী পাড়ায় পাড়ায় রাসলীলার উৎসবের আমেজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৪৬৬ বার পড়া হয়েছে

বৃহত্তর সিলেটের আদিবাসী মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী শুক্রবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আনন্দ-উৎসাহ ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি চলছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব রাসলীলা। উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে এখন রাস উৎসবের রং ফুটছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করার কাজ। রাস উৎসবে যোগ দিতে অধীর আগ্রহে সবাই।

আগামী শুক্রবার দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজারের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। তাই মণিপুরি পাড়ার বাড়ির উঠোনে উঠোনে নাচের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষক দেখিয়ে দিচ্ছেন নাচের ভঙ্গিসমূহ। কোথাও চলছে রাস নৃত্যের মহড়া। কোথাও রাখাল নৃত্যের। নৃত্যকে নিখুঁতভাবে উপস্থাপনে ব্যস্ত সময় পার করছে মণিপুরি পাড়ার ছেলেমেয়েরা।

 

মাধবপুর জোড়া মণ্ডপে ১৮২তম রাস উৎসবের আয়োজক হচ্ছে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘ। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসমেলার। এবার হবে তাদের ৪২তম রাস উৎসব। এ উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। মণিপুরি সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্মের হাজার হাজার লোক মেতে উঠবে আনন্দ-উৎসবে। কমলগঞ্জে উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন স্থানসহ ভারত থেকেও মণিপুরি সম্প্রদায়ের লোকজন ছুটে আসে।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবার মাধবপুর জোড়া মণ্ডপে মহারাসলীলা আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টায়। অনুষ্ঠান চলবে পরদিন ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত। এ ছাড়া একই দিন উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাসলীলা অনুষ্ঠিত হবে। এ উৎসব আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মনিপুরী পাড়ায় পাড়ায় রাসলীলার উৎসবের আমেজ

আপডেট সময় ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বৃহত্তর সিলেটের আদিবাসী মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী শুক্রবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আনন্দ-উৎসাহ ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি চলছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব রাসলীলা। উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে এখন রাস উৎসবের রং ফুটছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করার কাজ। রাস উৎসবে যোগ দিতে অধীর আগ্রহে সবাই।

আগামী শুক্রবার দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজারের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। তাই মণিপুরি পাড়ার বাড়ির উঠোনে উঠোনে নাচের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষক দেখিয়ে দিচ্ছেন নাচের ভঙ্গিসমূহ। কোথাও চলছে রাস নৃত্যের মহড়া। কোথাও রাখাল নৃত্যের। নৃত্যকে নিখুঁতভাবে উপস্থাপনে ব্যস্ত সময় পার করছে মণিপুরি পাড়ার ছেলেমেয়েরা।

 

মাধবপুর জোড়া মণ্ডপে ১৮২তম রাস উৎসবের আয়োজক হচ্ছে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘ। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসমেলার। এবার হবে তাদের ৪২তম রাস উৎসব। এ উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। মণিপুরি সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্মের হাজার হাজার লোক মেতে উঠবে আনন্দ-উৎসবে। কমলগঞ্জে উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন স্থানসহ ভারত থেকেও মণিপুরি সম্প্রদায়ের লোকজন ছুটে আসে।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, এবার মাধবপুর জোড়া মণ্ডপে মহারাসলীলা আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টায়। অনুষ্ঠান চলবে পরদিন ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত। এ ছাড়া একই দিন উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাসলীলা অনুষ্ঠিত হবে। এ উৎসব আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি চলছে।