মনু মিয়া পেশাদার মাদক কারবারি..ওসি আব্দুছ সালেক

- আপডেট সময় ০৮:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ৪০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬০২পিছ ইয়াবাসহ পেশাদার এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো: এনামুল হক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কর্মদা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাদক কারবারি মনু মিয়া (৪৫) কে আটক করেন।
পরে আটকৃত মনু মিয়ার কাছ থেকে ৬০২পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এদিকে মাদক কারবারি গ্রেপ্তারের খবরে স্থানীয়রা কুলাউড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হায়দরগঞ্জ বাজারে আনন্দ মিছিল করেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ সালেক জানান, মাদকসহ আটক মনু মিয়া একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। আটকের পর মাদক কারবারি মনু মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
