বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতের বিজেপির কেন্দ্রীয় কমিটির নারী নেত্রী কতৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) বৃহস্পতিবার বিকেলে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করার প্রতিবাদে পালন করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌমুহনীতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আল – ইসলাহের শ্রীমঙ্গল৷ পৌর শাখার সভাপতি শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব হাজী আব্দুল কুদ্দুস নিজামী, বাংলাদেশ আনজুমানে উপজেলার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শ্রীমঙ্গল আল – ইসলাহ উপজেলা শাখার সভাপতি মুবিজুবুর রহমান আল মাদানী, পৌর শাখার সাধারণ সম্পাদক শামছুদ্দোহা খান আবু বক্কর সহ প্রমুখ।
Leave a Reply