মাহদী’স ইলেভেনের কমিটির পরিচয়পর্ব ও সংবর্ধনা
- আপডেট সময় ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রথম বিভাগ ক্রিকেট দল মাহদী’স ইলেভেনের নতুন কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জেলার জাতীয় ক্রিকেট খেলোয়াড়, সংগঠকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) শহরের বেঙ্গল কনফারেন্স হলে গাজী আবেদ আহমদেরর সভাপতিত্বে ও রাসেল আহমদের সঞ্চলনায় উৎসবমুখর এই অনুষ্ঠানের আয়োজন করে মাহদী’স ইলেভেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
সংবর্ধনা দেওয়া হয় জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন, বিশ্বরেকর্ডধারী আবুল হোসেন রাজু, শেহনাজ আহমদ, শাহনুর রহমান, রুহেল মিয়া, রিয়াদ খান, ইকবাল আহমদ ইমন ও আল ফাহাদকে।
জেলার ক্রীড়াঙ্গণে বিশেষ ভুমিকা রাখায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সিলেট বিভাগের ক্রিকেটে অবদান রাখায় মাহদী’স ইলেভেনের সাধারণ সম্পাদক রাসেল আহমদকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, ডিএফএ সাধারণ সম্পাদক তনজু খান, মৌলভীবাজার জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরওয়ার মজুমদার ইমন, ক্রীড়া সংগঠক মনওয়ার আহমদ রহমান, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকির আহমদ রুমান, মৌলভীবাজার জেলা কোয়াবের সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর, মাহদী’স ইলেভেনের সহসভাপতি ফয়ছল আহমদ, মাহদী’স্ ইলেভেনের সহসভাপতি ও বড়লেখা কোয়াবের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বাদশা, সহসভাপতি সৈয়দ আবুল হাসান জিল্লুল, সহসভাপতি আব্দুল মহিত রনি, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সৈয়দ জামিল হাসান রবিন, মোবারক মজুমদার, আনিসুল ইসলাম চৌধুরী তুষার, সাংগঠনিক সম্পাদক সুফি সাঈদ মাহমুদ রিন্টু, ক্রিকেট স্কোরার রুমন মজুমদার, জুড়ি কোয়াবের সাধারণ সম্পাদক আউয়াল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মাহদী’স ইলেভেনের কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।