মাহির ছেলেকে জন্মদিনে গাড়ি উপহার

- আপডেট সময় ১১:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ৫২২ বার পড়া হয়েছে

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন মাহিয়া মাহির সময়। সেইসঙ্গে একমাত্র সন্তানই তার ধ্যান ধারণা। এবার একরত্তি সন্তানকে উপহার দিলেন ৩৫ লাখ টাকা দামের গাড়ি।
গত ২৮ মার্চ ছিল মাহির ছেলে শামসুদ্দিন ফারিশের জন্মদিন। এ উপলক্ষেই সন্তানকে এ বহুমূল্যের গারি উপহার দিয়েছেন মাহি। সামাজিক মাধ্যমে এ খবর মাহি নিজেই দিয়েছেন।
নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন মাহি। সেখানে দেখা গেছে সন্তান নিয়ে গাড়িটির সামনে দাঁড়িয়ে তিনি। ক্যাপশনে লিখেছেন মায়ের থেকে প্রথম জন্মদিনের উপহার। এছাড়া প্রকাশ করেছেন ভিডিও।
এ প্রসঙ্গে মাহি বলেন, আমি যতদিন বাঁচব, তত দিনই তার জন্মদিনটা স্পেশাল করতে চাই। বড় হয়ে সে যেন বুঝতে পারে তার জন্য তার মা কী না করেছে।
