মুসলিম ধর্ম গ্রহণ করায় ভ্যানগাড়ী প্রদান
- আপডেট সময় ০৮:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৬১৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বুড়িকোনা গ্রামের স্থায়ী বাসিন্দা নতুন মুসলীম নুরুল ইসলাম (পূর্বের নাম সতু নমশূদ্র) গত ৬ ফেব্রুয়ারী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তার আয়-উপার্জনের জন্য সামাজিক সংগঠন ইটা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার দায়ীত্বশীল প্রবাসী সদস্য এবং শুভাকাঙ্খিদের অর্থায়নে শনিবার একটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী সংস্থার অস্থায়ী কার্যালয়ে হস্তান্তর করা হয়। সংস্থার সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্টান পরিচানা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো.আলী রাব্বি রতন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার প্রদান করেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান।
এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন ,জালাল উদ্দিন খান, মাওলানা ফয়জুল ইসলাম, আখাইলকুড়া ইউনিয়নের সদস্য জাবেদ আহমদ পাবলু, সহ সভাপতি মোঃ আব্দুল কাদির, কোষাধক্ষ আবু বক্কর কয়েছ, বায়জিদ আহমদ তানভীর, সামিউল আহমদ সামির, ইমরান হোসেন সায়েম, মাসুম আহমদ, বাবলু আহমদ, মোঃ ফয়েজ আহমদ ,আব্দুল আউয়াল প্রমুখ।