মৌলভীবাজারে ক্ষত্রিয় বর্মণ সম্প্রদায়ের ১ম সম্মেলন
- আপডেট সময় ১০:৪৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ৪১৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ক্ষত্রিয়বর্মণসম্প্রদায়ইতিহাসঅনুশীলন ও কল্যাণপরিষদ মৌলভীবাজার জেলাশাখার ১ম ত্রি-বার্ষিক সম্মেলনবুধবারেঅনুষ্ঠিতহয়েছে।সদর উপজেলার আখাইলকুঁড়া ইউনিয়নের চাঁরপুর গ্রামেু তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ বদরুজ্জামান চুনু।
সম্মেলনে নিবার নবর্মণকে সভাপতি,উপানন্দ বর্মণকে সাধারণ সম্পাদক ও দিন মনি বর্মণকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ডা. রঞ্জন বর্মণকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব করা হয়েছে।
যতমত তত পথ বর্মণসম্প্রদায়ের স্বার্থে একমত এ প্রতিপাদ্যকে ধারণকরে মৌলভীবাজারেবর্মণ সম্প্রদায়ের সম্মেলনে সিলেট বিভাগের ৮টি জেলার বিভিন্ন অঞ্চল থেকে এ সম্প্রদায়ের বিশিষ্টজন সমবেত হউন।ক্ষত্রিয় বর্মণ সম্প্রদায়ের ইতিহাস অনুশীলন ও কল্যাণ পরিষদ সিলেটের সভাপতি বীরবল বর্মণ এর সভাপতিতে উপানন্দ বর্মণ, শর্মিলাবর্মণ ও
দৃষ্টিব র্মণটুকু’রত্রয়ী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেনবীর মুক্তিযোদ্ধা ভবতোষরায় বর্মণ।
প্রধান বক্তা হিসেবেউপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালেরডা. বাদল চন্দ্র বর্মণ,।
বিশেষ বক্তার বক্তব্য দেন সাবেকসহকারীকরকমিশনারসুধীর চন্দ্র বর্মণ। বক্তব্য দেন স্থানীয়ইউপিসদস্যখালেদ আহমদ, লেখক ও গবেষকজগৎ মোহনবর্মণ,উপাধ্যক্ষসীতেশরঞ্জনবর্মণ, ডা. রঞ্জনবর্মণ,প্রভাষকশ্রীকান্তবর্মণ, সাংবাদিক স্বপনবর্মণ, সংগঠনেরসুনামগঞ্জ জেলাসহসভাপতিঅমলেন্দু বর্মণ,হবিগঞ্জেরআহবায়করবীবর্মণপ্রমুখ।
নবগঠিতকমিটিরসাধারণসম্পাদকউপানন্দ বর্মণজানানক্ষত্রিয়সম্প্রদায়ের চেতনাবাস্তবায়নইআমাদেও অঙ্গিকার। এ লক্ষ্য অর্জনেআমরাবিভিন্নকার্যক্রম পরিচালনাকরছি।