1. mrrahel7@gmail.com : Admin : Mahbubur Rahel
  2. samadpress96@gmail.com : Samad Ahmed : Samad Ahmed
মৌলভীবাজারে গ্রীন লীফ পরিবারের খাদ্য সহায়তা | moulvibazar24.com
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ০৩:০৫ অপরাহ্ন

মৌলভীবাজারে গ্রীন লীফ পরিবারের খাদ্য সহায়তা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

স্টাফ রিপোর্টারঃ গ্রীন লীফ পরিবার ও মজুমদার ফাউন্ডেশন এর উদ্যোগে ৪৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও বাস মালিক সমিতির সভাপতি ইমদাদুল হক চৌধূরী, সমাজ সেবক আমিনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সারওয়ার মজুমদার ইমন, প্রবাসী আব্দুল কাইয়ুম জাবেদ, সেলিম রেজা, শামসুল ইসলাম রাসেল,রুমন আহমদ,নুরুল মজুমদার,আলদীন আলী,জুয়েল আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আগামী ৩ দিনে সুলতানপুর, কাজিরগাও দরগা মহল্লা, সি এন্ড বি কলোনী, হাসপাতাল এরিয়ায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
উল্লেখ্য দীর্ঘ ১৩ বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের স্কোরার ও ক্রিকেট কোচ রুমান মজুমদার।

তিনি জানান ১৩ বছর আগে মাত্র ৭০০ টাকা নিয়ে তাদের এই যাত্রা শুরু,সময়ের সাথে অনেকেই এগিয়ে এসেছেন তার এই মহতী উদ্যোগে।
তার পরিচিত ভাই,বোন,বন্ধু-বান্ধব,প্রবাসী আত্নীয় স্বজনসহ দেশ-বিদেশের অনেকেই তার এই মহতী কাজে জড়িত।
সবার সহযোগীতায় গত বছর করোনায় আক্রান্তদের পাশে ৭০০ প্যাকেট সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়ে ছিলো মানবতার সেবায় নিয়োজিত এই পরিবার তার ই ধারাবাহিকতায় এবারও প্রায় ৪৫০ পরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে এইসব উপহারের প্যাকেট সেচ্ছাসেবীদের তৈরী করা লিস্ট অনুযায়ী যা রাতের আঁধারে পৌঁছে দেওয়া হবে ঘরে কাউকে এসে নিতে হবে না।
রুমান জানান আমরা শুধু খাবার এর প্যাকেট ই দিচ্ছি না একটি এতিমখানায় ইফতার ও খেলাধূলা সামগ্রী দিচ্ছি একটি পরিবারকে ঘর তৈরীর জন্য ডেউটিন ও দেওয়া হচ্ছে,একজন কে পড়ালেখার খরছ বাবত এককালীন সাহায্য করা হয়েছে।
আমাদের এই কার্যক্রম দীর্ঘদিন থেকে চলে আসছে ইনশাআল্লাহ চলবে।

সবাই সবার সাধ্যমতো আমাদের পাশে দাঁড়াবেন এটাই আশা করি।

এ সংক্রান্ত আরোও নিউজ