ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি সংবাদ সম্মেলনে কমলগঞ্জে মণিপুরি শিক্ষক সমিতির আয়োজনে বিদায়ী শিক্ষককে সংরবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান মৌলভীবাজারে গণঅবস্থান কর্মসূচি পালন কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জ চা শ্রমিক নিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহসিন মিয়া মধুর মতবিনিময় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও কেজি স্কুলের মেধা পরীক্ষা অনুষ্ঠিত ৮ নভেম্বর বিল্পব সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মাওলানা আব্দুল হান্নান আ র নে ই শ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রে ফ তা র আমেরিকার আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কুলাউড়ার সোহেলের জয়

মৌলভীবাজারে চলছে সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৭৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আর মাত্র একদিন পর সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা। তাইতো ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌলভীবাজারের প্রতিমা কারিগররা। এখন চলছে রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ।

বিদ্যার দেবী সরস্বতী, সনাতন শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। আর মাত্র এক দিন বাকী পূজার। ইতোমধ্যেই কাঠামো ও দো-মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমা শিল্পীরা তাদের কল্পনায় সরস্বতী দেবীকে অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিন-রাত পরিশ্রম করছেন।

শহরের নতূন কালীবাড়ীতে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা ডেলিভারি দেওয়ার জন্য দিনরাত কাজ করে চলেছেন তারা। নিজের সর্বোচ্চ কারিগরি দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলছেন বাহারি কারুকাজ।প্রতিমা কারিগর শম্ভু পাল জানান, প্রতিমা তৈরির কাজে এখন অনেকের আগ্রহ নেই। আগের চেয়ে মুনাফা এখন কম। এ সময় সবকিছুর দাম বাড়ছে, কিন্তু মূল্য বাড়েনি শিল্পীদের।

এ পেশায় অনেকেই এখন আসতে চায় না, তবে অনেকেই ভালোবেসে এখনও এই কাজ করছে।চাদঁনীঘাটের মনোহরকোনা এলাকার আরেক কারিগর শুভ পাল বলেন, ‘বাপ-দাদার পেশা ধরে রাখতেই এখনও প্রতিমার কাজ করছি। এ কাজ শিখেছি এখন পেশা ছাড়তেও পারছি না।
কোনোরকম রোজগার হয়, আগের মতো রোজগার নেই। কারখানা থেকে প্রতিমা তৈরি করে শহরের থানা রোডে এনে বিক্রি করা হচ্ছে সরস্বতীর প্রতিমা। ৪শ’ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটি প্রতিমা।
প্রতিমা কিনতে আসা রিনা দেব বলেন, ‘এবছর প্রতিমার দাম একটু বেশি। একটি প্রতিমা পছন্দ হয়েছে দাম চাচ্ছে ১ হাজার ৫শ’ টাকা। দাম একটু বেশি হলেও বিদ্যার দেবীর পূজার জন্য বেশি নয়। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয় অস্থায়ী মন্দির। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা উদযাপন করে থাকে শিক্ষার্থীরা।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে চলছে সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

আপডেট সময় ০৬:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

মৌলভীবাজার২৪ ডেস্কঃ আর মাত্র একদিন পর সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা। তাইতো ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌলভীবাজারের প্রতিমা কারিগররা। এখন চলছে রং তুলির ছোঁয়ায় প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ।

বিদ্যার দেবী সরস্বতী, সনাতন শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। আর মাত্র এক দিন বাকী পূজার। ইতোমধ্যেই কাঠামো ও দো-মাটির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমা শিল্পীরা তাদের কল্পনায় সরস্বতী দেবীকে অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিন-রাত পরিশ্রম করছেন।

শহরের নতূন কালীবাড়ীতে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা ডেলিভারি দেওয়ার জন্য দিনরাত কাজ করে চলেছেন তারা। নিজের সর্বোচ্চ কারিগরি দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলছেন বাহারি কারুকাজ।প্রতিমা কারিগর শম্ভু পাল জানান, প্রতিমা তৈরির কাজে এখন অনেকের আগ্রহ নেই। আগের চেয়ে মুনাফা এখন কম। এ সময় সবকিছুর দাম বাড়ছে, কিন্তু মূল্য বাড়েনি শিল্পীদের।

এ পেশায় অনেকেই এখন আসতে চায় না, তবে অনেকেই ভালোবেসে এখনও এই কাজ করছে।চাদঁনীঘাটের মনোহরকোনা এলাকার আরেক কারিগর শুভ পাল বলেন, ‘বাপ-দাদার পেশা ধরে রাখতেই এখনও প্রতিমার কাজ করছি। এ কাজ শিখেছি এখন পেশা ছাড়তেও পারছি না।
কোনোরকম রোজগার হয়, আগের মতো রোজগার নেই। কারখানা থেকে প্রতিমা তৈরি করে শহরের থানা রোডে এনে বিক্রি করা হচ্ছে সরস্বতীর প্রতিমা। ৪শ’ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে প্রত্যেকটি প্রতিমা।
প্রতিমা কিনতে আসা রিনা দেব বলেন, ‘এবছর প্রতিমার দাম একটু বেশি। একটি প্রতিমা পছন্দ হয়েছে দাম চাচ্ছে ১ হাজার ৫শ’ টাকা। দাম একটু বেশি হলেও বিদ্যার দেবীর পূজার জন্য বেশি নয়। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয় অস্থায়ী মন্দির। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা উদযাপন করে থাকে শিক্ষার্থীরা।