মৌলভীবাজারে জেলা ঐক্য পরিষদের পরিচিত সভা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৯:০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪০২ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
ঐক্য পরিষদ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাশের সঞ্চালনায় ও সভাপতি মনবীর রায় মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
এছাড়াও পরিচিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এ্যাড. ফনিন্দ্র কুমার ভট্টাচার্য, জেলা পুজা উদযাপনের সভাপতি আশু রঞ্জন দাশ সহ জেলার বিভিন্ন উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সম্পাদকসহ জেলা কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ।
এসময় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে আহবান জানান।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)