মৌলভীবাজারে নতুন জঙ্গি সংগঠনের সদস্যরা আটক
- আপডেট সময় ০৬:০০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৪৩৮ বার পড়া হয়েছে
মোঃ মাহবুবুর রহমান রাহেলঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের একটি দূর্গম পাহাড়ে দীর্ঘ চার ঘন্টা জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ইমাম মাহমুদের কাফেলার সন্ধান পাওয়া গেছে এসময় ১০ জঙ্গি ও ৩জন শিশুকে আটক করা হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) সকালে অতিরিক্ত পুলিশ কমিশনার, সিটিটিসি নেতৃত্বে সিটিআই বিভাগের একটি টিম সোয়াট অপারেশন “অপারেশন হিলসাইড” পরিচালনা করে। উক্ত অভিযানে কোন হতাহতের ঘটনা ছাড়াই ৪ জন পুরুষ জঙ্গি ও ৬ জন নারী জঙ্গীকে আটক করা হয়। এসময় সঙ্গীয় তিন শিশুকে হেফাজতে নেয়া হয়।
অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
প্রেস ব্রিফিং কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জান জানান, জঙ্গি আস্তানা থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০ টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো বুটসহ অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জামাদি , ছুরি-রামদাসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং নগদ ৩ লক্ষ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, শরীফুল ইসলাম (৪০), পিতা-ওমর আলী, মাতা-ছমিরুন, গ্রাম-দক্ষিন নলতা, থানা ও জেলা-সাতক্ষীরা,হাফিজ উল্লাহ (২৫), পিতা-আবুল কাশেম, মাতা-জহুরা খাতুন, সাং-কানলা, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ,খায়রুল ইসলাম (২২), পিতা-নজরুল ইসলাম, মাতা-সানোয়ারা বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।, রাফিউল ইসলাম (২২), পিতা-সাইফুল ইসলাম, মাতা-রেবা সুলতানা, গ্রাম-মাইজবাড়ী, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ,মেঘনা (১৭), স্বামী-খায়রুল ইসলাম, পিতা-মানিক মিয়া, মাতা-আলেয়া বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ,আবিদা (১২ মাস), পিতা-খায়রুল ইসলাম, মাতা-মেঘনা, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ,শাপলা বেগম (২২), পিতা-মজনু মল্লিক, স্বামী-আঃ ছত্তার, মাতা-আলেয়া বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা, জুবেদা (১৮ মাস), পিতা-আঃছত্তার, মাতা-শাপলা বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা,হুজাইফা (০৬), পিতা-আঃছত্তার, মাতা-শাপলা বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা,মাইশা ইসলাম (২০), পিতা-সাইদুল ইসলাম, স্বামী-সোহেল তানজীম রানা, গ্রাম-চাদপুর (পিতার বাড়ী), থানা ও জেলা-নাটোর,মোছাঃ সানজিদা খাতুন (১৮), পিতা-আব্দুল জলিল, স্বামী-সুমন মিয়া, গ্রাম-নিজবলাই, থানা-শরিয়াকান্দি, জেলা-বগুড়া, আমিনা বেগম(৪০), পিতা-জলমত খা, স্বামী-শফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা,মোছাঃ হাবিবা বিনতে শফিকুল (২০), পিতা-শফিকুল, মাতা-আমিনা বেগম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা।
তিনি আরো জানান, অভিযান চলমান রয়েছে।
পরে আসকরাবাদ খেলার মাঠে বোমা ও ডেটনেটর নিষ্কিয় করা হয়।
উল্লেখ্য শুক্রবার (১১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের টিলায় অবস্থিত জঙ্গি সন্দেহে একটি বাড়ির চারপাশ ঘিরে রেখে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।