ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে পত্রিকা হকারদের মধ্য শীতবস্ত্র বিতরণ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ৪৫১ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ৩২ জন পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহায়তায় ও প্রেসক্লাবের উদ্দোগে সদর উপজেলার ৩২ জন পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2024/01/414594350_635651878586591_2149068878556093933_n-300x187.jpg)
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত বলেন, শীত মৌসুমে প্রতিদিন সকালে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দেন হকারা। তারা অতি কষ্টে জীবনযাপন করেন। গণমাধ্যমের মাঠ পর্যায়ের অন্যতম সহযোগী তারা। তাই প্রতিবছর জেলা প্রশাসনের সহায়তায় ও প্রেসক্লাবের উদ্দোগে পত্রিকা হকারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, যুগ্ম সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি পুলক পুরকায়স্থ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :