মৌলভীবাজারে পর্যটন উন্নয়নে কমিটির সভা অনুষ্টিত

- আপডেট সময় ০৩:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ৫৭৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে প্রকৃতির আপন খেয়ালে গড়ে ওঠা পাহাড়-সমতল-জলভূমি এই ত্রিমাত্রিক সৌন্দর্যমন্ডিত জেলা মৌলভীবাজার। জেলার পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে জেলা পর্যটন উন্নয়ন কমিটি। মৌলভীবাজারে জেলা পর্যটন উন্নয়ন কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সহকারী কমিশনার (পর্যটন সেল), বিভিন্ন অধিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ট্যুর অপারেটর এসোসিয়েশনের প্রতিনিধি, সভাপতি, হোটেল মালিক সমিতি, ট্যুর গাইড এসোসিয়েশনের প্রতিনিধি, জেলার বিভিন্ন পর্যটন সংস্থার প্রতিনিধিবৃন্দ, জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও জেলা পর্যটন উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
