মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারন বিষয়ক সম্বনয় সভা

- আপডেট সময় ০৩:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ৬৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুন) মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর আয়োজনে গার্ল গাইডস্ কার্যালয়ের ট্রেনিং সেন্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে হলদে পাখি সম্প্রসারন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর কমিশনার বেগম নুরজাহান সুয়ারার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাধুরী মজুমদারের পরিচালনায় সম্বনয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কিশালয় চক্রবর্তী, রাজনগর উপজেলা প্রাথমিক কর্মকর্তা শরীফ নিয়ামউল্লাহ সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: বেলায়েত হোসেন।
সমন্বয় সভায় বক্তব্য রাখেন নাজমা বেগম,অপরাজিতা রায়,হেমপ্রভা সিংহা প্রমুখ। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশ গ্রহন করেন।
