ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে বড় ভাইকে ফাঁসাতে ছোট ভাই কারাগারে
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৩৮৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: বড় ভাই লেপু মিয়া (৫৫)কে মিথ্যা মামলায় ফাঁসাতে ছোট ভাই মোঃ ইউনুছ মিয়া (৪২)কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে ২নং আমলী আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মিজবাহ উর রহমান কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়,গত ২০মে শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট গ্রামের ইউনুছ মিয়া টাকা পায় বলিয়া বড় ভাই লেপু মিয়ার কাছে টাকা চাইলে সে টাকা না দিয়ে লেপু মিয়াসহ তার পরিবারের সদস্যরা ইউনুছ মিয়াকে মারধর করিয়া গুরুত্বর আহত করার অভিযোগ এনে ১১ অক্টোবর ইউনুছ মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন । যাহার মামলা নং ৭ তারিখ ১১/১০ ২০২২। (জিআর-২৯৩/২২) । পরে মামলার তদন্তকারী অফিসার এসআই জিয়াউর রহমান তদন্ত করে ঘটনার সত্যতা না পেয়ে চুড়ান্ত প্রতিবেদন মিথ্যা বলিয়া আদালতে দাখিল করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :