মৌলভীবাজারে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল দূর্গোৎসব

- আপডেট সময় ০৩:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ৫৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারে বিজয়া দশমীতে শোভাযাত্রা ও প্রতমা বিসর্জন দূর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী দূর্গোৎসব।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে জেলা সদরে প্রতিটি পূজা মন্ডপ থেকে ট্রাক, পিকআপ ভ্যানে করে প্রতিমা নিয়ে সমবেত হন শহরের চৌমোহনাস্থ কালী মন্দির প্রাঙ্গনে।
সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিকেল পৌনে ৫টার দিকে চাঁদনীঘাট এলাকায় মনুনদীতে প্রতিমা বিষর্জনের মধ্যদিয়ে শেষ হয় দূর্গা উৎসব।শোভাযাত্রায় শঙ্খ, ঢাক ঢুলের ছন্দ আর তরুনদের গান ও নৃত্যে বাড়তি মাত্রা যোগ করে সনাতন ধর্মাবলম্বীদের ভক্তদের মাঝে।
এ সময় দেবীকে ভক্তি জানাতে রাস্তার দু’পাশে দর্শনার্থীরা ভীড় জমান। এ বছর মৌলভীবাজারে ১০০৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এদিকে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে।
