মৌলভীবাজারে বৃষ্টির জন্য নামাজ আদায়
- আপডেট সময় ০৪:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ৬৮৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় মৌলভীবাজারে সালাতুল ইসতিসকার
আদায় করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৮জুন) সকাল ৯টায় মৌলভীবাজার পৌর শহরের শান্তিবাগ জামে মসজিদ প্রাঙ্গণে মনু নদীর তীরে পৌরসভার নির্মাণাধীন পার্কে এ নামাজ অনুষ্ঠিত হয়।
বিশেষ এ নামাজে প্রায় ২ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ হাবিবুর রহমান যুক্তিবাদী। নামাজের ইমামতি করেন মাওঃ মোজ্জামেল হক মাহেরী।
এ বিষয়ে খতিব বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।