মৌলভীবাজারে মন্দিরভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম শীর্ষক জেলা কর্মশালা
- আপডেট সময় ১২:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / ৩৫৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ“টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক মৌলভীবাজার জেলা কর্মশালা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ মে) সকালে শিল্পকলা হলরুমে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম,উপ-পরিচালক, স্থানীয় সরকার মল্লিকা দে,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সবাপতি আশু রঞ্জন দাস,সহযোগী অধ্যাপক মৌলভীবাজার সরকারী কলেজ বিষ্ণুপদ রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী।
অনুষ্ঠানে রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সম্মানীত সদস্যবৃন্দ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও মৌলভীবাজার জেলার কেন্দ্র শিক্ষক অংশ গ্রহন করেন।
কর্মশালাটি দুইটি অংশে বিভক্ত করা হয় প্রথম অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠান এবং ২য় অংশে কর্ম অধিবেশন, যেখানে ১৫০ জন অংশ গ্রহনকারী মোট ৫টি গ্রুপে বিভক্ত হয়ে প্রকল্পের ভবিষ্যত কর্ম পরিকল্পনা ও সুপারিশ তৈরি করে গ্রুপ ভিত্তিক উপস্থাপন করেন।