মৌলভীবাজারে মহিলা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

- আপডেট সময় ০৪:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১৩৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের হয়রানির প্রতিবাদ এবং নিজেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রেসক্লাব সম্মুর্খে মানববন্ধনে অংশ নেয় কলেজের শতাধিক শিক্ষার্থী।
তারা জানান, সম্প্রতি কয়েকজন শিক্ষককে নিয়ে অশালীন মন্তব্য ও হয়রানির ঘটনা ঘটেছে। এতে শিক্ষক সমাজ যেমন অসম্মানিত হয়েছেন, তেমনি শিক্ষার্থীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ সময় মানববন্ধন শিক্ষার্থীরা বলেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড জুনিয়র হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মব সৃষ্টিকারী মতিন বক্সের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করার যেকোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। সেইসাথে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় তারা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।
