মৌলভীবাজারে মুহুরীকে জেল হাজতে প্রেরন
- আপডেট সময় ০৬:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / ১৩৪৫ বার পড়া হয়েছে
আদালতের সহিত অবমাননাকর কাজে লিপ্ত থাকা ও আদালতের দরজায় লাতি মারা এবং কাটগড়া থেকে আসামী ছিনিয়ে নেওয়ার অপরাধে দায়েরকৃত জিআর মামলায় মৌলভীবাজারে মুহুরী রনজিত কান্তি নাগ কে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আসামী রনজিত কান্তি নাগ জেলা ও দায়রা জজ আদালত মৌলভীবাজারে হাইকোর্ট বিভাগের নির্দেশ মোতাবেক সেচ্ছায় আত্বসমর্পন করে জামিনের জন্য আবদেন করলে আদালত তাকে সি/ডব্লিউ মুলে জেল হাজতে প্রেরনের এ আদেশ প্রদান করেন।
আদালত সুত্রে জানা যায়, বিগত কিছুদিন পুর্বে মৌলভীবাজার বারের মুহুরী রনজিত কান্তি নাগের বিরুদ্ধে আদালতের সহিত অবমাননাকর কাজে লিপ্ত থাকা ও আদালতের দরজায় লাতি মারা এবং কাটগড়া থেকে আসামী ছিনিয়ে নেওয়ার অপরাধে তার বিরুদ্ধে আদালতের বেন্স সহকারী কতৃক দ্রুত বিচার আইনে মৌলভীবাজারর মডেল থানায় বিগত ১২/০৯/২০২৪ ইং তারিখে একটি জিআর ২৫৬/২৪ ইং মামলা দায়ের করা হয়।
আসামী রনজিত এর পক্ষে জামিন শুনানী করেন তৃনমুল বিএনপির নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী এড. তৈমুর আলম খন্দকার এবং মৌলভীবাজর বারের এড. সানোয়ার হোসেন।
বাদী রাষ্ট্র পক্ষে শুনানীতে অংশ গ্রহন করেন জেলা জজ আদালতের পিপি এড. আব্দুল মতিন চৌধুরী, জিপি এড. মামুনুর রশিদ চৌধুরী, নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এড. বকসী জোবায়ের আহমদ, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. জয়নুল হক, সিনিয়র এড. আব্দুল মুহাইমিন শেফাক, এড. মাহবুবুল আলম রুহেল, এড.নজরুল ইসলাম, এড. নিয়ামুল হক, এড. সায়েদ আহমদ আদনান, এড সাইফুর রহমান মনির, এড. আব্দুর রউফ, এড. ফখরুল ইসলাম, এড. তপন কান্তি দে, এড. জালাল আহমদ, এড. বিল্লাল আহমদ, এড. মতলিব আহমদ, এড. জামাল আহমেদ সহ বারের সিনিয়র ও জুনিয়র শতাধিক আইনজীবী।
মৌলভীবাজার বারের সকল আইনজীবী তার জামিন শুনানীর বিরুদ্ধে অবস্থান নিলেও বারের সিনিয়র এড. মুজিবুর রহমান মুজিব আদালতের সহিত ঘৃনিত অপরাধে জড়িত আসামীর পক্ষে জামিন শুনানীতে অংশগ্রহন করায় বারের সকল আইনজীবীগন এর প্রতিবাদ ও স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
আইনজীবীরা বলেন, যেখানে বারের সকল আইনজীবী আদালতের সহিত ঘৃনিত অপরাধে জড়িত আসামীর বিপক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে তিনি কিছু টাকার জন্য আসামীর পক্ষে অবস্থান নেওয়া মানে সকল আইনজীবী ও আদালতের বিপক্ষে অবস্থান নেওয়ার শামিল। আসামী রনজিত যে দৃষ্টাতা দেখিয়েছে তা মৌলভীবাজার আদালত প্রাঙ্গনে আর কোনদিন ঘটেনাই। তাহার মতো একজন সিনিয়র আইনজীবীর নিকট থেকে বারের আইনজীবীরা এমনটা আসা করেন নাই বলেও জানান এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।