মৌলভীবাজারে রুম টু রিড এর আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় ১১:১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ৪৫৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি; “সময়ের অঙ্গীকার,কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রুম টু রিড বাংলাদেশ, মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম এর আওতায় শনিবার (২৬ নভেম্বর) আর্ন্তজাতিক কন্যাশিশু দিবস উদযাপনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার। রুম টু রিড মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন রুম টু রিড এর মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম বিষয়ের প্রধান নিবার্হী রুকসানা সুলতানা। এছাড়াও রুম টু রিড এ কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান ও তথ্যচিত্র প্রদর্শন করেন রুম টু রিড এর নিবার্হী মোঃ আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও জুড়ি উপজেলায় তাদের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন কর্মকর্তারা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরো এর মহপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মোঃ মনিরুজ্জামান। এসময় তিনি বলেন, কন্যাশিশুদের যাবতীয় বিষয় যেমন শিক্ষাক্ষেত্রে অগ্রসর করে গড়ে তুলতে শুধুমাত্র পরিবার নয়, সমাজের মানুষেরও ভূমিকা প্রয়োজন। ১৮ এর আগে বিয়ে না দিয়ে এবং তাদের মানুসিক দিক থেকে চাপ সৃষ্টি না করতেও পরিবারের প্রতি আহবান জানান প্রধান অতিথি। এছাড়াও তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে নারী শিক্ষার উন্নয়ন স্বাধনে বিভিন্ন এনজিও সংস্থাও কাজ কওে যাচ্ছে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তানিয়া সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত জুড়ি উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং অংশগ্রহনকারী সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, মঞ্চনাটক, গান পরিবেশন করেন আগত শিক্ষার্থীরা।