মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ
- আপডেট সময় ০৯:৩৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১৪৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেরিরপাড়স্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন,জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।


রোববার ১৪ ডিসেম্বর সকাল ৭ টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পন করেন, জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান পাভেল, পৌর প্রশাসক মোসাঃ শাহীনা আক্তার,পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানবির হোসেন,জেল সুপার মোঃ তরিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম,একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী,সাংবাদিক এম এ হামিদ,মোঃ মাহবুবুর রহমান রাহেলসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।

এদিকে সকাল ১১ টায় জেলা প্রশাসক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

।


















