মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানসিক ও মেধার বিকাশে করোনার প্রভাব পড়ছে
- আপডেট সময় ০৯:২১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ৪৫৪ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: দীর্ঘ সময় স্কুলের বাইরে থাকার কারণে অনেক শিশুর মধ্যেই আচরণগত পরিবর্তন দেখা যাচ্ছে যে সকল শিক্ষার্থী সামাজিকীকরণে বাধাগ্রস্থ হচ্ছে যাতে সুস্থ শরীরে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান।
মৌলভীবাজার শহরের ১৪টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিন ব্যাপী মেয়র নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ কার্যক্রম দেখেন এবং অস্বচ্ছল পরিবারের শিশুদের মাঝে বিনামূল্যে ঔষধ দেয়ার ব্যবস্থা করেন।
এসময় চিকিৎসা সেবা দেন,মেডিকেল অফিসার ডা: পরিতোষ কুমার শীল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: এম.এম.হক,মেডিকেল অফিসার ডা: শান্তা সাহা, এসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট আব্দুল্লাহ জিয়াদ প্রমুখ।
জানাযায়,শিশুর বিকাশের জন্য কোনো পরিবারই আদর্শ নয়। প্রায় সকল পরিবারে কোনো না কোনো সীমাবদ্ধতা, যেমন, কলহ, অর্থনৈতিক টানাপড়েন, অপর্যাপ্ত আবাসস্থল, বিদ্যমান থাকে, তার উপর পূর্ণ মাত্রায় শিশুর পড়ালেখার দায়িত্ব পরিবারের ঘাড়ে পড়ায় অনেক বাবা-মাকেও অতিরিক্ত মানসিক চাপে পড়তে হচ্ছে। এই অতিরিক্ত মানসিক চাপ পরিবারের সদস্যদের কথাবার্তা এবং আচরণে প্রকাশিত হচ্ছে। ফলে শিশুর মধ্যে অতিমাত্রায় রাগ, জেদ এবং হিংসাত্মক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। শিশুদের মতে, বাসায় থাকতে আর ভালো লাগছে না, বোরিং লাগছে। দীর্ঘদিন ঘরবন্দি অবস্থা শিশুদের মানসিক বিকাশে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা।