মৌলভীবাজারে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ চলবে ২৮মে পর্যন্ত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:৪০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৩৫৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ চলবে।
সোমবার (২২ মে) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয় পরে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে ।
এসময় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন জেলা পরিষদ চেয়ারম্যান মো: মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(ভূমি) আব্দুল হক।
এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগী জমির মালিকরাও উপস্থিত ছিলেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)