মৌলভীবাজারে সড়ক দুর্ঘটায় কলেজ ছাত্র নি-হ-ত আহত -২
- আপডেট সময় ০২:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৫৪২৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী হামদান সোহান ( ২১)
নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে তাকা দুই জন আহত হয়।
শনিবার (৯ নভেম্বর) সকালে চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার বদরুল ইসলামের এর ছেলে সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এসময় গুরুত্বর আহত হয়েছেন নাছির মিয়া (১৭) ও মিনহাজ মিয়া (১৮)। তারা দুজনই মৌলভীবাজার সদর থানার মুসলিম কোয়াটারের বাসিন্দা।
স্থানীয়রা জানান সকালে হামদান সোহান তার আপন ছোট ভাই ও বন্ধু কে নিয়ে ৩ তিনজন একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয় পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।