মৌলভীবাজারে সাংবাদিক ও কণ্ঠশিল্পী স্মরণে শোকসভা
- আপডেট সময় ০৪:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক: বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক,কণ্ঠশিল্পী কবি তমাল ফেরদৌস দুলাল স্মরণে শোকসভা ১০ নভেম্বর সন্ধ্যা পরে জেলা সদরের সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা অফিসে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক মৌলভীবাজার জেলা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম।
সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক শক্তিপদ পাল, ক্রীড়া সংগঠক মোস্তাক আহমদ মম, বাপা জাতীয় পরিষদ সদস্য আ.স.ম সালেহ সুহেল, জীবনচক্র থিয়েটারের কর্ণধার আনোয়ার হোসেন দুলাল। বক্তব্য দেন সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সহসভাপতি মাসুদ আহমদ, কোরাস সম্পাদক মুজাহিদ আহমদ, সাংবাদিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি সভাপতি জাফর আহমদ, কবি জাবেদ ভুঁইয়া, সংবাদকর্মী হুমায়ূন রহমান বাপ্পী, সাংস্কৃতিক কর্মী সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি, কণ্ঠশিল্পী ও কবি তমাল ফেরদৌস দুলাল দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ২৯ অক্টোবর দিবাগত ভোররাতেইহলোক ত্যাগ করেন।
মরহুমের পৌর এলাকার সার্কিট হাউস সড়কের বাসায় ১১ নভেম্বর দুপুরে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরে কর্মরত সাংবাদিক, আইনজীবি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















