মৌলভীবাজারে সাপের কামড়ে তরুণের মৃত্যু
																
								
							
                                - আপডেট সময় ০৫:২৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
 - / ৮০৩ বার পড়া হয়েছে
 

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলা আপার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামে বন্যার পানিতে সাপের কামড়ে ইমরান আহমদ (১৮) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ মৌলভীবাজার সদর হাসপাতালে সময়মতো সাপের ভ্যাকসিন না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ইমরান পদুনাপুর গ্রামের ফারচু মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী রুমেল আহমদ জানান রাত সাড়ে আটটার দিকে পদুনাপুর গ্রামে ইমরানের বাড়িতে বন্যার পানি উঠে যাওয়ায় পাশের বাড়ীতে আশ্রয় নিতে যাচ্ছিল এসময় একটি বিষাক্ত সাপ থাকে কামড় দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতাল থেকে কোন ভ্যাকসিন না দেয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, হাসপাতালে সাপের কামড়ের ভ্যাকসিন রয়েছে কিন্তু যদি বিষাক্ত সাপের কামড় না দেয় এই ভ্যাকসিন দেওয়ার পরে অনেকেই আবার মারা যেতে পারেন। তাই ডাক্তার সিওর না হয়ে ভ্যাকসিন দিবে না।
                            
																			












