মৌলভীবাজারে স্থানীয় সমস্যা চিহ্নিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৯:০০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ৫৬৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার ডিআই তরুন ফেলোদের আয়োজনে স্থানীয় জন-সম্পৃক্ত সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ আগষ্ট) সকালে শহরের রেস্ট ইন হোটেলে USAID এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলার বিভিন্ন দলের অভিজ্ঞ ও তরুন রাজনীতিবিদ ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ নাগরিক সমাজের অনেকেই উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রধান লক্ষ্য ছিল উপস্থিত ব্যক্তিবর্গের সম্মিলিত আলোচনার মাধ্যমে শহরের প্রধান সমস্যা গুলো চিহ্নিত করা। মূলত শহরের আবর্জনা সমস্যা থেকে শুরু করে পথশিশুদের অত্যাধিক ভিক্ষাবৃত্তির সংস্কৃতি এবং অতিমাত্রায় যানজটের দরুন স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, তা আলোচনায় উঠে আসে। এছাড়াও শহরে পানি নিষ্কাষন সমস্যা, শহরে মাদকের প্রভাবসহ অন্যান্য বিভিন্ন সমস্যা গ্রুপ ওয়ার্কে আলোচনায় উঠে আসে। পরবর্তীতে সমস্যা তুলে ধরার পাশাপাশি তা সমাধানের লক্ষ্যে উপস্থিত সকলে মিলে একটি কর্মপরিকল্পনা গ্রহন করেন।
অনুষ্ঠানে আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান, ইলেক্টরাল প্রোগ্রাম এসোসিয়েট মাহতাব উদ্দিন চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়াং লিডার ফেলোশিপ প্রোগ্রামের ২৪তম ব্যাচের চার ফেলো- মোহাম্মদ জাকারিয়া, সাবেক সভাপতি, এড. নিয়ামুল হক, দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার ইউনিট, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, উম্মে সালমা হক মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ওয়াজিউল মেহেদী , আহবায়ক জাতীয় ছাত্র সমাজ, মৌলভীবাজার জেলা শাখা।
সবশেষে উল্লিখিত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সকলে দল মত নির্বিশেষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।