মৌলভীবাজারে স্মৃতি সৌধে বিএনপির শ্রদ্ধা
- আপডেট সময় ১২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ৪০৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে জেলা বিএনপি।
শনিবার সকাল ৮টার দিকে গভমেন্ট স্কুলের কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি ও অংগসমূহের নেতৃবৃন্দরা।
এসময় মৌলভীবাজার জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করীম ময়ূন,জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শামীম আহমদ, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল,জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্র ধরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দলীয় নেতৃবৃন্দ মৌলভীবাজার সরকারী স্কুলের সামন হতে বিজয় র্যালি করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গভীর অতল শ্রদ্ধা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দরা।