ব্রেকিং নিউজ  
                            
                            মৌলভীবাজারে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ৮ দশমিক ৫
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৬:২২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
 - / ৬৩২ বার পড়া হয়েছে
 

মৌলভীবাজার২৪ ডট কমঃ মৌলভীবাজারের আজ মঙ্গলবার সকাল ৯টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
মঙ্গলবারও মৌলভীবাজার জেলার আশপাশের এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলেও জানায় আবহাওয়া দপ্তর।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা আরও কমবে।
শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। আগামীতে আরও বাড়বে শীতের তীব্রতা।’
এদিকে হাড়কাঁপানো শীতের ফলে মৌলভীবাজেলার চা শ্রমিক ও নিম্ন আয়ের লোকেরা কাবু হয়ে পড়ছে। গত কয়েকদিনের প্রচণ্ড ঠাণ্ডা ও ঘনকুয়াশায় জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। শিশু ও বয়স্কদের অনেকেই ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			












