মৌলভীবাজারেl গাঁজা চাষের অভিযোগে পুলিশের হাতে আটক ১
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৬:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ৮৮৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ফিরোজ মিয়া (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর থানাধীন সাধুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মৌলভীবাজার সদর থানাধীন ০২ নং মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামের বান্দের বাজারের জনৈক ফিরোজ মিয়ার চায়ের দোকানের পেছনে বিক্রির উদ্দেশ্যে গাজার চাষ করা হয়েছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সদর মডেল থানার এসআই মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশ ঘটনাস্থল থেকে দোকান মালিক মোঃ ফিরোজ মিয়াকে আটক করে। পরে ফিরোজ মিয়ার দেখানো মতে চায়ের দোকানের পেছন থেকে একটি গাঁজার গাছ জব্দ করা হয়।
আটককৃত ফিরোজ মিয়া বিক্রির উদ্দেশ্যে এই গাঁজা গাছ রোপন করেছে মর্মে স্বীকার করেন। আটককৃত ফিরোজ মিয়া পশ্চিম সাধুহাটি গ্রামের মৃত নসুম উল্লাহর ছেলে।
এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)