মৌলভীবাজার আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

- আপডেট সময় ১২:৩৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ এই শ্লোগান নিয়ে সারা দেশেনে ন্যায় মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস।
রবিবার ২১ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক শান্তির পথযাত্রা বের হয় মহিল সংস্থা হলরুমে আলোচনা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ডা সাদিক আহমেদ।
দি হাঙ্গার প্রজেক্ট এর মৌলভীবাজার জেলা কমিটির সদস্য তাপস পালের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মৌলভীবাজারের কোঅর্ডিনেট খলেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ।
আলোচনায় সভায় অন্যান্য মাঝে বক্তব্য রাখেন,
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মৌলভীবাজার জেলা কমিটির সদস্যরা।
আলোচনা সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্য সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
