মৌলভীবাজার উদীচী জেলা সংসদের স্মরণসভা
- আপডেট সময় ০২:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ২৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের দপ্তর সম্পাদক মঞ্জুর আকন্দ এবং শ্রীমঙ্গল শাখার সাবেক সভাপতি ও জেলা সংসদের সাবেক সহ-সভাপতি এম এ রহিম স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়ছে ।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকাল ৪ টায় উদীচী কার্যালয়ে স্মরণসভার অনুষ্ঠিত হয়ছে।
জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাসের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি ও জেলা সংসদের সহ-সভাপতি নীলকান্ত দেব, উদীচী কুলাউড়া শাখার সভাপতি ও জেলা সংসদের সহ-সভাপতি বিপুল ভট্টাচার্য।
আর স্মৃতিচারণ করেন জেলা সংসদের সহ-সভাপতি শক্তিপদ পাল, জেলা সংসদের সহ-সভাপতি মীর ইউসুফ আলী, জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক রমাপদ ভট্টাচার্য যাদু, জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান মিজু, জেলা সংসদের কোষাধ্যক্ষ পরিতোষ মোহন দত্ত, জেলা সংসদের স্কুল বিষয়ক সম্পাদক রীনা দত্ত, উদীচী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায়, চা-শ্রমিকের ১০ দফা দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক এস এম শুভ, কবি ধীরাজ ভট্টাচার্য, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ প্রমুখ।