মৌলভীবাজার জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৮:২৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে দিবসটি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম এর সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,নারী আসনে সংসদ সৈয়দা জহুর আলাউদ্দিন, পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন,স্থানীয় সরকারের উপ- পরিচালক মল্লিকা দে।
বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান,মুত্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন ,বিটিভি জেলা প্রতিনিধি হাসানাত কামাল।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)