মৌলভীবাজার জিআর মামলায় ৪ জনের কারাদণ্ড
- আপডেট সময় ০৭:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ১০১২ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জিআর মামলায় চার জনকে বিভিন্ন মেয়াদে বিনাসশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে মৌলভীবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ।
মঙ্গলবার (২১ নভেম্বর) মৌলভীবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়ছার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন।
২০১৫ সালে কুলাউড়া থানায় দায়ের হওয়া (জিআর মামলা নং ২০৬) ওই মামলাটি দীর্ঘ ৯ বছর পর আদালত এই রায় প্রদান করেছেন।
রায়ের আসামীরা হলেন, শফিক মিয়া-কে দন্ডবিধি ৩২৪ ধারায় এক বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদন্ড ও অপর আসামী মো: চিনু মিয়া-কে দন্ডবিধি ৩২৫ ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ বছরের অর্থদন্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়াও আসামী মো: শাহজাহান মিয়া ও ইব্রাহীম মিয়া-কে দন্ডবিধি ৩২৩ ধারায় অর্থদন্ড প্রদান করেন। মামলায় ৯ জন আসামী খালাস পান। তারা হলেন, শাহান মিয়া, সাব্বির হোসেন, মন্তর মিয়া পিতা: সোনা মিয়া, মন্তর মিয়া পিতা: সোয়াব মিয়া, সাজিদ মিয়া, মো: ছিফত মিয়া, ছমেদ মিয়া, কবির মিয়া ও নানু মিয়া। এছাড়াও ওই মামলা চলাকালিন সময়ে অপর দুই আসামী বাজিদ মিয় ও রফিক মিয়ার মৃত্যু হয়।