ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন নির্বাচন সম্পূর্ণ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ৫১৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার ৪ নভেম্বর মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন (রেজি নং চট্ট,২৬৩৬) ত্রি – বার্ষিক (২০১২-২০২৫) নির্বাচনে – সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মোঃ আব্দুর রর (ছাতা মার্কা) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহমুদ রায়হান কুতুব (আনারস মার্কা) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৭৫।
সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারন সম্পাদক,মোঃসাজন আহমেদ (বাঘ মার্কা) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৯০৭ তার নিকটতম প্রতিদন্ধি মোঃ মুজিবুর রহমান মুজিব (মটর সাইকেল মার্কা) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২০৭।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :