মৌলভীবাজার পৌরসভার সম্প্রসারিত পৌর বিসর্জন ঘাটের উদ্বোধন

- আপডেট সময় ১১:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ৪৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার পৌরসভার সম্প্রসারিত পৌর বিসর্জন ঘাটের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর বিকেল তিনটায় মনু নদীর পাড়ে পৌরসভার সম্প্রসারিত পৌর বিসর্জনঘাটের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার জননন্দিত মেয়র মোঃ ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ,জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সভাপতি মনবীর রায় মঞ্জু, জেলা জজ আদালতে (পিপি), এডভোকেট রাধাপদ দেব সজল, পৌরসভার নির্বাহী,প্রকৌশলী নকিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপসহকারী প্রকৌশলী আব্দুল মোমিন ও আব্দুল মতিন,পৌর কাউন্সিলার এডঃ পার্থ সারথি পাল,কাউন্সিলার সালেহ আহমদ পাপ্পুসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
